কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ ৪ মাস ২০ দিন পর পিএসজির হয়ে অভিষেক হয়েছে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের।  সাঁত এতিয়েনের বিপক্ষে দলও জিতেছে ৩-১ ব্যবধানে।  লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে দলের জয়ের দিনে দুঃসংবাদ পেলেন বন্ধু নেইমার।  ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাকে।

Islami Bank

ম্যাচের ৭৭তম মিনিটে ইভান ম্যাকন ফাউল করেন নেইমারকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা। এরপর কাঁদতে শুরু করেন তিনি। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায় মেডিকেল টিম। পায়ের গোড়ালিতে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন তিনি।

one pherma

এমন ভয়াবহ ইনজুরির পর ম্যাচ শেষে এক টুইট বার্তায় স্কাই স্পোর্টসের সাংবাদিক ফাব্রিজিও রোমানো বলেন, ‘নেইমার জুনিয়রের জন্য অনেক শুভ কামনা। মনে হচ্ছে খুব মারাত্মক ইনজুরি। সে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে। আশা করি দ্রুতই নেইমারকে আবারও মাঠে দেখতে পাব। ’

ইবাংলা/এএমখান/২৮ নভেম্বর, ২০২১

Contact Us