স্বল্পবসনায় উত্তাপ ছড়ালেন নোরা

বিনোদন ডেস্ক :

বলিউডে অল্প সময়েই পাকাপাকি জায়গা করে নিয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী ও বেলি ড্যান্সার নোরা ফতেহি।  সম্প্রতি এক ফিল্ম ম্যাগাজিনের জন্য ফোটেশুট করেছেন তিনি।

Islami Bank

ম্যাগাজিনের কভার পেজে বোহেমিয়ান লুকে ধরা দিলেন বিটাউনের সেনসেশন নোরা।

আবেদনময়ী নোরার পোশাকেও ছিল অভিনবত্ব। সাদা দড়ি দিয়েই তৈরি হয়েছে পোশাক।

বিকিনি লুকে বারবারই দর্শক মনে ঝড় তুলেছেন নায়িকা। এবারও তার অন্যথা হলো না। নীল রঙের বিকিনিতে উত্তাপ ছড়ালেন নোরা।

one pherma

 

তবে বিকিনি ডিজাইনে রয়েছে চমক। রুমাল দিয়ে তৈরি এই বিকিনিতে নোরার আবেদনময়ী ভঙ্গিতে কাবু নেটিজেনরা।

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের ছবি শেয়ার করেন নোরা। কিছুদিন আগেই সেরকম একটি ফটোশুটের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন বন্ধু হারিয়েছেন কিন্তু অন্তরের শান্তি ফিরে পেয়েছেন তিনি।

ইবাংলা/এএমখান/২৮ নভেম্বর, ২০২১

Contact Us