শত কোটি টাকার মানহানি মামলা

আদালত প্রতিবেদক

১০০ কোটি টাকার মানহানির মামলা করা হল গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে । বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করার অভিযোগে এই মামলা করা হয়েছে বলে জানা গেছে। গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার,( ২৮ নভেম্বর) মামলাটি দায়ের করেন আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মো. শাহ সুলতান আতিক।

Islami Bank

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরনবী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, একজন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে চলতি বছরের গত ১৩ সেপ্টেম্বর বিকেলে কটূক্তি করেছেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

one pherma

অভিযোগে আরো বলা হয়, অভিযুক্তের বক্তব্যে সমগ্র বাংলাদেশ এবং বাঙালি জাতির সুনাম ক্ষুন্ন হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও উল্লেখ করা হয়। মামলা গ্রহণ করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

ইবাংলা/টিপি/২৯ নভেম্বর২০২১

Contact Us