পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 

নেত্রকোনার দুর্গাপুরে ইউপি নির্বাচনে পরাজিত হয়ে উপজেলা যুবলীগের নেতা হাবিবুর রহমান নামে এক চেয়ারম্যান  স্বতন্ত্র প্রার্থী স্ট্রোক করে মারা গেছেন ।

Islami Bank

তিনি দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

হাবিবুর রহমান (৩৫) বাকলজোরা ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মৃত চান্দ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের নেতা ছিলেন।

one pherma

সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে তিনি বুকে ব্যাথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা সাড়ে এগারোটার পর বুকের ব্যথা বেশি বেড়ে গেলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন।

ইবাংলা /টিআর/২৯ নভেম্বর ২০২১

Contact Us