পঞ্চাশোর্ধ্বদের ওমরাহ’র অনুমতি দেবে সৌদি

ইবাংলা ইসলাম ডেস্ক

সৌদি আরব ওমরাহ করার বিষয়ে ফের নতুন নির্দেশনা দিয়েছে। এবার ৫০ বছরের বেশি বয়সীদের ওমরাহর অনুমতি দেবে দেশটি।

Islami Bank

শনিবার (২৭ নভেম্বর) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে।

one pherma

নতুন নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে না। বয়স্ক বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন। করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলের মেনে এই অনুমতি দেওয়া হবে। এর অংশ হিসেবে সৌদি আরবে প্রবেশের আগে বিদেশিদের অবশ্যই করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।

এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে।

ইবাংলা / এইচ /২৭ নভেম্বর, ২০২১

Contact Us