ফের বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, ৮ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। পাশাপাশি তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে। সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Islami Bank

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে। রামপুরা থানার এসআই মো.মারুফ বলেন, রাত পৌনে এগারোটার দিকে ঘটনাটি ঘটে রামপুরা কাঁচাবাজারের সামনে। অনাবিল বাসের চাপায় একজন নিহত হন।

তিনি বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অনেকে বলছে, যে নিহত হয়েছে, সে শিক্ষার্থী ছিল। তবে আমরা নিশ্চিত নই। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর জিয়া বলেন, রামপুরা বাসে আগুন দিয়েছে জনতা। ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।

one pherma

২৪ নভেম্বর বেলা ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যায়। সে ওই কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনার ঠিক পরদিন অর্থাৎ ২৫ নভেম্বর ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে এক ব্যক্তি মারা যান।

এ দুই ঘটনার পর থেকে সড়কে মৃত্যু নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে মুখর রাজধানী। শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে জমায়েত হয়ে আন্দোলন করছে। এমন পরিস্থিতিতেই রাজধানীর সড়কে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হলো।

ইবাংলা/জেডআরসি/৩০ নভেম্বর, ২০২১

Contact Us