ব্যালন ডি’অর বিজয়ী মেসি

ক্রীড়া ডেস্ক

প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে বসেছিল ফুটবল তারোকাদের মেলা। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এবারের আয়োজনে সবার নজর ছিল ব্যালন ডি’অর ট্রফির দিকে । আগে থেকেই শোনা যাচ্ছিল সপ্তম বারের মত এ পুরস্কার ঘরে তুলবেন লিওনেল মেসি। অবশেষে সেটাই সত্য হল। রবার্তো লেভানডফস্কি কে পিছনে ফেলে এ পুরষ্কার জিতে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক এবং তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।

অনুষ্ঠানের শুরু থেকে মঞ্চের সামনে দেখা যাচ্ছিল হাস্যোজ্বল মেসিকে। এমবাপ্পে ও সুয়ারেজের সঙ্গে মেতে ছিলেন খুনসুটিতে। পুরোটা সময় ফুরফুরে মেজাজেই ছিলেন আর্জেন্টাইন এ তারকা। অনুষ্ঠানের শেষ ভাগে এসে ঘোষনা করা হয় ব্যালন ডি’অর বিজয়ীর নাম। সবার অনুমান সত্য করে মেসি জিতে নিলেন ব্যালন ডি’অর । এর আগে ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে।

এ নিয়ে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন মেসি। ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ। দ্বিতীয় হয়েছেন রবার্তো লেভানডফস্কি। এবার সেরা দশেও জায়গা হয়নি হল্যান্ড এবং নেইমারের। তালিকায় তারা আছেন যথাক্রমে ১১ এবং ১৬ নম্বরে। রোনালদো এবং এমবাপ্পের জায়গা হয়েছে যথাক্রমে ছয় এবং নয় নম্বর স্থানে। মেসিকে এবার শক্ত প্রতিদন্ধীতার মধ্য দিয়ে ব্যালন ডি’অর জিততে হয়েছে। শেষ চারে তার সাথে প্রতিদন্ধীতা ছিলেন জর্জিনহো, লেভানডফস্কি, করিম বেনজেমা।

 

 

সাংবাদিকদের ভোটে মেসি পিছনে ফেলেছেন রবার্ত লেভানদস্কি, কিলিয়ান এমবাপ্পে,করিম বেনজেমা,ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা জর্জিনহোর মতো তারকাকে। আর রোনালদোর সঙ্গে তার ব্যবধান আরও বাড়লো। পর্তুগাল তারকা জিতেছেন ৫ বার।

ব্যালন ডি’অরের জন্য গত মাসের শুরুর দিকে ৩০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। মেসি, রোনালদো ছাড়াও সেই তালিকায় ছিলেন রবার্তো লেভানডফস্কি, নেইমার জুনিয়ার, আর্লিং হল্যান্ড, জর্জিনহো, কিলিয়ান এমবাপ্পে, জিয়ানলুইজি দোন্নারুম্মা, এনগোলো কন্ত, করিম বেনজেমা, লুইস সুয়ারেজ, রোমেলু লুকাকু, হ্যারি কেইন, কেভিন ডি ব্রুইনের মতো সময়ের আলোচিত সব নাম।

 

 

গত ২৪ নভেম্বর পর্যন্ত চলা ভোটাভুটিতে ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জন্য ফুটবলারের তালিকা ছোট করে পাঁচ জনে ছোট আনা হয়। বিশ্ব খ্যাত এই পুরস্কারের জন্য গত মৌসুমে একজন খেলোয়াড়ের মোট গোল, অ্যাসিস্ট, নির্দিষ্ট সেই খেলোয়াড়ের দলের পারফরম্যান্সের বিষয়টি বিবেচনায় আনা হয়। হিসেব করা হয় খেলোয়াড়ের জেতা ট্রফিগুলোও।

মূলত গত জুলাইয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে অসামান্য অবদান রাখায় এবারের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন মেসি। ল্যাটিন আমেরিকান অঞ্চলের সবচেয়ে বড় টুর্নামেন্টে চার গোলের পাশাপাশি বেশ কয়েকটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে।

ইবাংলা/টিপি/৩০ নভেম্বর, ২০২১

Contact Us