পৌরসভা নির্বাচন বন্ধের দাবি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি।

Islami Bank

মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চাঁপাইনবাগঞ্জস্থ তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সকাল থেকেই ৮০ভাগ ভোটকেন্দ্র দখল করে ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে। এছাড়া অনেক ভোটার কাউন্সিলর প্রার্থী ছাড়া মেয়র প্রার্থীদের ভোট দিতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

one pherma

তবে জেলা রিটার্নিং অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোগ্রহণ চলছে। তবে দুটি কেন্দ্রে অভিযোগ পেয়েছি তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।

ইবাংলা /টিআর /৩০ নভেম্বর ২০২১

Contact Us