দক্ষিণ আফ্রিকাফেরত ২৪০ জন উধাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্কে বিশ্ব। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়ানো এই ভ্যারিয়েন্ট প্রতিরোধ করতে ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার। তবে সম্প্রতি আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের অবস্থা শনাক্ত করতে পারছে না সরকার; যা খুবই আতঙ্কের বিষয়।

Islami Bank

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ওমিক্রনে কাঁপছে বিশ্ব। এ অবস্থায় আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয় গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে এসেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন অবশ্যই মানতে হবে।

one pherma

জাহিদ মালেক বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।

মন্ত্রী বলেন, আগে আমাদের স্লোগান ছিল, ‘নো মাস্ক, নো সার্ভিস।’ আর এখন আমাদের স্লোগান হচ্ছে, ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস।’ বাংলাদেশে যদি ওমিক্রন ধরা পড়ে, তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা /টিআর /৩০ নভেম্বর ২০২১

Contact Us