দুধের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে দশ মাস বয়সী দুধের শিশুসন্তানকে রেখে আত্মহত্যা করেছেন ফাহিমা বেগম (২৩) নামের এক মা।  সোমবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার ইসলামপুর ইউপির রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (৩০ নভেম্বর) ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

Islami Bank

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউপির রহমতপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আইনুল করিমের স্ত্রী ফাহিমা বেগম (২৩)।  সোমবার সন্ধ্যায় পর তার স্বামীর বাড়ির আত্মীয়স্বজন ফাহিমাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে তার বসতঘরে দরজা বন্ধ দেখতে পান।

পরে অনেক ডাকাডাকি করার পর ফাহিমা বেগম তার দরজা না খোলায় একপর্যায়ে তার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায় বাঁশের তীরের সঙ্গে ফাহিমা বেগম ঝুলন্ত অবস্থায় রয়েছে।  পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।

one pherma

এ ব্যাপারে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখন আমার কিছু জানা নেই।  পুলিশ ঘটনাস্থল থেকে আসার পর জানতে পারবে।’

ইবাংলা/এএমখান/৩০ নভেম্বর, ২০২১

Contact Us