ট্রাকচাপায় কলেজছাত্রসহ নিহত ২

ইবাংলা ডেস্ক

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মীর্জাপুর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার মীর্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে শেরপুর সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আদনান নাহিদ (১৯) ও কৃষ্ণপুর নামাবালা গ্রামের হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (২০)।

জানা যায়, আদনান ও সম্পদ মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মীর্জাপুর বাজারের কাছাকাছি পৌঁছালে ট্রাকের ধাক্কায় তারা মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে ঢাকাগামী অন্য একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

one pherma

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস পরিদর্শক নাদির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত কলেজছাত্রসহ দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে পরিবারের কাছে মরদেহ দুটি হন্তান্তর করা হয়েছে।

ইবাংলা / এইচ /৩০ নভেম্বর, ২০২১

Contact Us