ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর শুরু হয়েছে।  বুধবার (১ ডিসেম্বর) থেকে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে এ ভাড়া কার্যকর হচ্ছে।  পাশাপাশি ঢাকা মহানগরীতে বেসরকারি মালিকানাধীন বাসে কার্যকর হচ্ছে।

Islami Bank

এবিষয়ে বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা বিআরটিসির সব বাসের চালক ও কন্ডাক্টরসহ সবাইকে এটি কার্যকর করতে নির্দেশনা দিয়েছি। বিআরটিসির বাসে যাতে এ নিয়ে কোনো ধরনের বাকবিতণ্ডা না হয় সে ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : ‘অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ’

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) সরকারি বাসে হাফ ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। কিন্তু বেসরকারি বাস মালিকদের হাফ ভাড়া ঘোষণার বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হবে না। ফলে এতে আশ্বস্ত হতে পারছে না আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রজ্ঞাপনে অর্ধেক ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রজ্ঞাপনের দাবিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

one pherma

এরপর বেলা সাড়ে ১১টায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শর্ত সাপেক্ষে ঢাকায় শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেয়ার ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতে উল্যাহ।

এর পরিপ্রেক্ষিতে বুধবার থেকে বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়া কার্যকর হচ্ছ।

ইবাংলা/এএমখান/০১ ডিসেম্বর, ২০২১

Contact Us