নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোর হাট ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী অখিল চন্দ্র রায়ের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Islami Bank

সোমবার (৩০ নভেস্বর) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে অখিল চন্দ্র রায় এর সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কথা না বলে পাশ কেটে চলে যান।

one pherma

রিটার্নিং অফিসার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র রায়ের ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করতে পারবেন।

ইবাংলা /টিআর / ১ ডিসেম্বর ২০২১

Contact Us