প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা।তিনি বলেন, ওমিক্রন নিয়ে সচেতনতামূলক কর্মসূচির জন্য সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

ইবাংলা / নাঈম/ ১ডিসেম্বর, ২০২১

Contact Us