করোনায় মৃত্যু ২, শনাক্ত ২৮২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮৩ জনে।বুধবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনে।

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা হয় । পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ৩৮৩ জন।

one pherma

এর আগে মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হন ২৭৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইবাংলা / নাঈম/ ১ডিসেম্বর, ২০২১

Contact Us