পর্যটকদের ওপর হাতির আক্রমণ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :

হাতির কাছে না যাওয়াই ভালো।  কিন্তু তা সত্ত্বেও কৌতূহলবশত অনেকেই হাতির সামনে চলে যান।  ফলে অনেক সময় প্রাণও হারাতে হয়।  হাতি সাধারণত শান্ত স্বভাবের।  কিন্তু তার রাস্তায় কোনো বাধা পড়লে এই প্রাণী কতটা ভয়ংকর হতে পারে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

Islami Bank

দক্ষিণ আফ্রিকার হোডস্প্রুইটে সেলাটি গেম অভয়ারণ্যে গিয়েছিলেন কয়েকজন পর্যটক। জঙ্গল সাফারি করছিলেন। সঙ্গে গাইড ছিল তাদের। এক জায়গায় তারা ‘বুল’ প্রজাতির হাতির মুখোমুখি হন।

এই সময় হাতির প্রজননের মৌসুম। গাড়ি নিয়ে যখন পর্যটকেরা এগোতে শুরু করেন, ঠিক তখনই তাদের দিকে প্রচণ্ড গতিতে তেড়ে আসে বিশালাকায় হাতিটি।

one pherma

সজোরে গাড়িটিকে মাথা দিয়ে ধাক্কা মারতে মারতে প্রায় উল্টে দিচ্ছিল। তখন গাড়িতে বসে পর্যটকেরা নিজেদের প্রাণ বাঁচাতে মরিয়া। পর পর কয়েকবার ধাক্কা মারার পর হাতিটি পিছিয়ে যায়। এই সুযোগে পর্যটকেরা গাড়ি থেকে নেমে কোনো রকমে প্রাণ বাঁচান। ভয়ানক সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

ইবাংলা/এএমখান/০২ ডিসেম্বর, ২০২১

Contact Us