কালো গোখরার পানি পানের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক :

সাপে পানি খাচ্ছে—এমন দৃশ্য হয়তো অনেকেই দেখেছেন।  সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সে রকম ছবি বা ভিডিও ভাইরাল হতেও দেখা যায়।  তেমনই এক ভিডিও এবার ভাইরাল হয়েছে।

Islami Bank

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি হাতে পানভর্তি কাচের গ্লাস ধরে আছেন।  ধীরে ধীরে গ্লাসের কাছে গোখরোটি এগিয়ে এসে মুখ ডুবিয়ে পানি পান করতে শুরু করল।  দেখে মনে হবে যেন সাপটিকে পোষ মানানো হয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

one pherma

জানা গেছে, সাপটি ব্ল্যাক নেক স্পিটিং কোবরা।  বিশ্বের মধ্যে অন্যতম বিষধর সাপ।  কিন্তু সেই সাপকে হাতে পানি পান করানোর জন্য সাহস থাকা চাই।

রয়্যালপাইথনস নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও শেয়ার হয়েছে।  একজন রসিকতা করে লিখেছেন, ‘এত দিন শুনেছি সাপ পানি খায় না।  এ তো দেখছি দিব্যি পানি খাচ্ছে!’

ইবাংলা/এএমখান/০২ ডিসেম্বর, ২০২১

Contact Us