সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইন্সপেক্টর প্রদীপ

জেলা প্রতিনিধি, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস রাতে আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন।

Islami Bank

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিলেট আদালতের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ের নিজ কক্ষে ডেকে আনেন ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। পরে বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে কোর্ট ইন্সপেক্টরের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

one pherma

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইবাংলা / নাঈম/ ২ ডিসেম্বর, ২০২১

Contact Us