বাংলাদেশ টানা তিন ম্যাচ হারাল ভারতকে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটর সিনিয়ররা যখন হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঠিক তখনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জুনিয়ররা টানা তৃতীয় জয় তুলে নিল। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শেষ ওভারের রোমাঞ্চে ৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন দেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

Islami Bank

ইডেন গার্ডেনসে টসে হেরে ব্যাট করতে নেমে বিশ্বকাপজয়ী যুবারা। মাহফিজুলের ৫৬, নওরোজ নাবিলের ৬২, ফাহিমের ২১, নাইমুরের ২০ ও ইফতেখারের ১৫ রানে ভর করে ২৩০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।ভারতের পক্ষে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন রিশিথ। পাশাপাশি গার্ভ আর নিশান্ত ২টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশের দেওয়া ২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় স্বাগতিকরা। দলীয় ১০ রানেই ওপেনার হারনুরকে ফিরে যেতে হয় সাজঘরে।এরপর ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন অংকৃশ। ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন।

one pherma

কিন্তু রিপন অংকৃশের সেই স্বপ্ন ভেঙ্গে দেন। ৮৮ রানে তাকে সাজঘরের পথ দেখিয়ে আনেন ব্রেক থ্রু। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ রান আর বাংলাদেশের ২ উইকেট। সেই সময় ৪ বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন তানজিম সাকিব। ২৯ রান দিয়ে সাকিব নেন ৩ উইকেট। পাশাপাশি ৩ উইকেট যায় মেহরবের ঝুলিতে।

ইবাংলা / নাঈম/ ২ডিসেম্বর, ২০২১

Contact Us