খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে জেলা কৃষক দল।

Islami Bank

শুক্রবার (৩ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের মোড়াইল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। পরে তারা বিক্ষোভ কর্মসূচি করে।

এতে জেলা কৃষক দলের সদস্য সচিব নূরে আলম ছিদ্দিকী সভাপতিত্ব করেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান।

one pherma

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ কৃষকদল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

ইবাংলা /টিআর /৩ ডিসেম্বর ২০২১

Contact Us