‘লন্ডন ছাড়া চিকিৎসা হবে না’
জেলা প্রতিনিধি, মাদারীপুর
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে বন্তব্য করে বলেন, লন্ডন ছাড়া চিকিৎসা হবে না, এটা ঠিক নয়।
বিদেশে নিয়ে চিকিৎসার জন্য বিএনপি আবেদন করেছে, সেই বিষয়ে আদালত যদি বিবেচনা করেন, তাহলে তিনি মুক্তি পাবেন। লন্ডন ছাড়া চিকিৎসা হবে না, এটা ঠিক নয়।
বিদেশ থেকে ডাক্তার এনেও চিকিৎসা করা সম্ভব। বিদেশের ডাক্তার এনে যদি খালেদা জিয়ার চিকিৎসা করাতে চায় বিএনপি, সেই সুযোগ সরকার দিবে। এক্ষেত্রে বাঁধা দিবেনা কেউ।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাবলু আখতার, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, যুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, ডা. গোলাম সরোয়ারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।