বিমান ঠেলছে যাত্রীরা!

আন্তর্জাতক ডেস্ক

রাস্তায় চলতে গিয়ে যদি কোন গাড়ি সমস্যায় পড়ে তখন সেটিকে ঠেলতে কমবেশি সবাই সহযোগিতা করে।যে দৃশ্যের সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু বিমান সমস্যায় পড়ার পর সেটিকে ঠেলা দিয়ে সরাবে এমন নজির বেশি নেই।

Islami Bank

তবে সম্প্রতি এমন একটি ঘটনাই ঘটেছে।যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।যে ভিডিওতে বিমান ঠেলার দৃশ্য উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে।জানা গেছে দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমান অবতরণের সময় পিছনের টায়ার ফেটে যায়। এজন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়।

এদিকে রানওয়েতে আটকে থাকা ওই বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল। বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে সরাতে হাত লাগায়।

one pherma

ওই সময়কার ফুটেজে দেখা গেছে, প্রায় ২০ জনের মতো মানুষ বিমানটিকে ঠেলা দিয়ে সরিয়ে নিচ্ছে।

বিমানটিকে সরিয়ে নেওয়ার পর অপর বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে নেপাল নিউজ জানিয়েছে।

টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করে এক নেটিজেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ইবাংলা /টিআর /৪ ডিসেম্বর ২০২১

Contact Us