ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।

Islami Bank

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আসিক বলেন, চট্টগ্রামের খুলশিতে পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

one pherma

নিহতরা হলেন- পুলিশ সদস্য মো. মনিরুল ইসলাম (৪৪)। তিনি নোয়াখালী জেলার কে বি এম ফয়েজুর রহমানের ছেলে। চট্টগ্রামের ফটিকছড়ির বাহাউদ্দীন সোহাগ (২৮)। তবে আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

ইবাংলা /টিআর /৪ ডিসেম্বর ২০২১

Contact Us