‘জাওয়াদের’ প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীতে বৈরি আবহাওয়া বিরাজ করছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

Islami Bank

ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর সাগরে মাছ ধরারত ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচলের জন্য বলেছে আবহাওয়া অফিস।

তবে ঘুর্ণিঝড় জাওয়াদ ধেয়ে আসার খবরে গোটা পটুয়াখালীর উপকূলের সাধারণ মানুষ একটু হলেও আতংকিত হয়ে পড়েছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মো মাসুদ রানা অন্তর জানান, সকাল ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়াদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থা করছে।

one pherma

এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। তবে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোন নির্দেশনা পাইনি। তবে পর্যবেক্ষনে আছি।

ইবাংলা /টিআর /৪ ডিসেম্বর ২০২১

Contact Us