সড়কে শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার রাজধানীর বিমানবন্দর এলাকায় লরির চাপায় মাহাদী হাসান লিমন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি গ্রীন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ৪র্থ বর্ষে পড়তেন।শনিবার (৪ ডিসেম্বর) সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টায় ওই যুবক মোটরসাইকেল নিয়ে কাওলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে এলে একটি লরি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। বাবার নাম মোফাজ্জল হোসেন।
খালিদ মাহমুদ টুটুল নামে নিহতের এক সহপাঠী জানান, শেওড়াপাড়ার গ্রীন ইউনিভার্সিটিতে পড়েন তারা। মাহাদী থাকে উত্তরা ১১ নম্বর সেক্টরে। গতরাতে গ্রামের বাড়ি জয়পুরহাট থেকে তার মা ঢাকায় এসেছিলেন। তখন মাহাদী ঝিগাতলায় খালার বাসায় ছিলেন। মাকে আনার জন্য খালার বাসা থেকে নিজের মোটরসাইকেলে নিয়ে উত্তরাতে যাচ্ছিলেন তিনি।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইবাংলা / নাঈম/ ৪ ডিসেম্বর, ২০২১