তরুণীর জ্বলন্ত ফুচকা খাওয়ার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক :

জ্বলন্ত পান খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু জ্বলন্ত ফুচকা খেয়েছেন কখনও?  সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও।  ভারতের আহমেদাবাদের ক্রুপালি প্যাটেল নামে এক ফুড ব্লগার তার ইনস্টাগ্রামে আগুন ফুচকার একটি ভিডিও শেয়ার করেন।  সেখানে দেখা যায়, ফুচকার উপরে বিক্রেতা আগুন জ্বালিয়ে দেয়।  সেই জ্বলন্ত ফুচকাই খেয়ে ফেললেন তরুণী।  যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা।

Islami Bank

* ভডিওটি দেখতে এখানে ক্লিক করুন

খাওয়ার পর ঠিক কীরকম প্রতিক্রিয়া হলো তার, সে বিষয়ে ভিডিও দেখে কিছু টের পাওয়া যায়নি। তবে ভিডিওর কমেন্ট বক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফুড ব্লগার। ভয় লাগলেও, আদতে তেমন অভিজ্ঞতা হয়নি বলেই দাবি তরুণীর।

one pherma

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ামাত্র তা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। কমবেশি সবারই মন ছুঁয়েছে ভিডিওটি। হু হু করে বইছে কমেন্টের ঝড়। অন্যরকম ফুচকার স্বাদে আপাতত মন মজেছে নেটিজেনদের।

ইবাংলা/এএমখান/০৪ ডিসেম্বর, ২০২১

Contact Us