ব্রাজিলিয়ানের গোলে জিতল বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস।  আর শিরোপা ধরে রাখার মিশনে এই জয়ে আসরটির কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

Islami Bank

‘ডি’ গ্রুপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হয় দুই দল। যেখানে বসুন্ধরা কিংসের হয়ে একমাত্র গোলটি করেন রবসন রবিনিয়ো।

ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি থেকে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো। পুলিশ নিজেদের বক্সে ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

one pherma

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। এই গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি।

ইবাংলা/এএমখান/০৪ ডিসেম্বর, ২০২১

Contact Us