ভোর থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী দুদিন দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে তা স্বাভাবিক হতে শুরু করবে।
এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬ টা থেকে আগামীকাল রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও আশেপাশের এলাকাসমূহে আকাশ আংশিক মেঘলাসহ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে।
ইবাংলা /টিপি/৫ ডিসেম্বর ২০২১