শিক্ষার্থীদের কফিন মিছিল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড়ে থেকে কফিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

Islami Bank

এর আগে প্রতীকী কফিন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘ভাই কবরে খুনি কেন বাহিরে’ ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।এরপর তারা সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গানের আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন।

one pherma

শাহবাগ থানার ওসি শেখ মো কামরুজ্জামান বলেন, যান চলাচল ব্যাহত হয় এ রকম কোনো কাজ তাদের করতে দেওয়া হবে না। প্রয়োজনে যান চলাচল ব্যাহত না হয় এমন কোনো স্থানে দাঁড়িয়ে তারা তাদের প্রোগ্রাম সম্পন্ন করবে। মিছিল নিয়ে তারা রাস্তায় হাঁটলেও যান চলাচল ব্যাহত হবে। তাই আমরা তাদের এটিও করতে দেব না।

 

ইবাংলা / নাঈম/ ৫ ডিসেম্বর, ২০২১

Contact Us