তুরস্কের প্রেসিডেন্টকে ‘হত্যার চেষ্টা’

ইবাংলা ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছেন।স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) এরদোগানকে হত্যার চেষ্টা করা হয় এমন খবর জানান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

Islami Bank

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ তুরস্কের এক জনসভায় এরদোগানোর ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নিচে বোমাটি রাখা ছিল।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, এমন সময় এরদোগানকে হত্যাচেষ্টার খবর এলো, যখন কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। কয়েক দিনে বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

one pherma

প্রেসিডেন্ট এরদোগান মনে করছেন, ব্যাংক ঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা তার এই মতের পক্ষপাতী নন। তবে নতুন অর্থমন্ত্রী ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

ইবাংলা / নাঈম/ ৫ ডিসেম্বর, ২০২১

Contact Us