সিনেমা দেখায় ১৪ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার কিম হিউং-জিন পরিচালিত ‘দ্য আঙ্কেল’ সিনেমাটি মাত্র পাঁচ মিনিট দেখেছিল ইয়াংগান প্রদেশের হাইসান শহরের এলিমেন্টারি ও মিডল স্কুলের ১৪ বছরের এক শিক্ষার্থী। উত্তর কোরিয়ায় নিষিদ্ধ ওই সিনেমা দেখার অভিযোগে চলতি বছরের ৭ নভেম্বর ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

Islami Bank

অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ছাত্র মাত্র পাঁচ মিনিট সিনেমাটি দেখেছিল তবে সংশ্লিষ্ট একটি সূত্র দক্ষিণ কোরিয়ার অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকেকে নিশ্চিত করেছে।

ডেইলি এনকে জানায়, এ ঘটনায় ওই ছাত্রের মা-বাবাকেও শাস্তি দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছে।

one pherma

তবে উত্তর কোরিয়ায় সংবাদমাধ্যমের অবাধ প্রবেশের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র : ডেইলি এনকে, ইন্ডিয়া টাইমস

ইবাংলা /টিআর /৫ ডিসেম্বর ২০২১

Contact Us