দুটি বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত ডিএনসিসির

ইবাংলা ডেস্ক

সিটি বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে দুটি বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর ৮১ গুলশান অ্যাভিনিউ এবং ৬৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে (বনানী কমিউনিটি সেন্টার) এ ভবন দুটি নির্মাণ করা হবে।

Islami Bank

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে আয়োজিত দ্বিতীয় পরিষদের নবম করপোরেশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে সিটি বন্ডের মাধ্যমে রাজধানীর ৮১, গুলশান এভিনিউ এবং ৬৪, কামাল আতাতুর্ক এভিনিউ (বনানী কমিউনিটি সেন্টার) এ বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।

one pherma

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজধানীর আমিনবাজার এলাকায় সংশ্লিষ্ট প্রকল্পে ৩০ একর ভূমি অধিগ্রহণের জন্য ডিএনসিসি অংশের অর্থ ছাড়ের বিষয়েও সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেলে বা গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী বা তার উত্তরাধিকারীর অনুকূলে ৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ইবাংলা / এইচ /৫ ডিসেম্বর, ২০২১

Contact Us