নাসিক নির্বাচনে দলীয় প্রতীকে বিএনপি

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়ন ফরম কিনেছেন মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসার প্রতিভা বিশ্বাসের কাছ থেকে তারা মনোনয়ন ফরম কেনেন।

Islami Bank

জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর প্রথম দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট হয়েছিল। সেবার বিএনপি দলীয় মনোনয়ন পান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গণমাধ্যমকে বলেন, গত নির্বাচনেও আমি বিএনপি মনোনীত প্রার্থী হয়েছিলাম। আমার নির্বাচন করার ইচ্ছা রয়েছে। দল যদি নির্বাচনে আসে আমি নির্বাচন করব।

one pherma

সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তবে বিএনপি যদি নির্বাচনে না যায় যাবে না, আর অনাপত্তি দেয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

 ইবাংলা /টিআর/ ৬ ডিসেম্বর ২০২১

Contact Us