৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকছে

ইবাংলা ডেস্ক

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গেল তিনদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গুড়িগুড়ি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। রবিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারনে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি কিছুটা কমে আসবে, তবে এসময় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সিলেট ও চট্টগ্রামে ।

Islami Bank

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আবহাওয়া এখনও পুরোপুরি ‘ভালো’ হয়নি। লঘুচাপ আছে, তাই এখনও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত বলবৎ আছে।

one pherma

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রায় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এসব কারণে দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত আগের মতো থাকছে।

ইবাংলা /টিপি/ ৭ ডিসেম্বর ২০২১

Contact Us