জন্মদিনের অনুষ্ঠানে বনের রাজা সিংহ

আন্তর্জাতিক :

বিয়েশাদি কিংবা জন্মদিন-যেকোনো অনুষ্ঠান আরেকটু জমজমাট করতে আগত অতিথিদের জন্য বিভিন্ন চমকের ব্যবস্থা রাখেন আয়োজকরা। তবে এবার জন্মদিনের অনুষ্ঠানে চমকের জন্য আস্ত একটা বনের রাজা হিংস্র একটি সিংহ হাজির করে তোপের মুখে পড়লেন এক তরুণী।

Islami Bank

পাকিস্তানের সুজান খান নামের ওই তরুণী লাহোরে তার জন্মদিনের পার্টিতে অবসন্ন এক সিংহীকে চেন দিয়ে বেঁধে রেখে অতিথিদের চমকে দিয়েছেন। ভিডিওতে দেখা গেছে, অবসন্ন ওই সিংহীকে একটি সোফার উপর চেন দিয়ে বেঁধে বসিয়ে রাখা হয়েছে।

চারপাশে প্রায় শতাধিক অতিথি ঘুরে বেড়াচ্ছেন। সিংহীকে ধরেও দেখছেন তারা। সিংহীকে দেখে মনে হচ্ছিল মাদক বা কোনো ধরনের ওষুধ প্রয়োগ করে একে অবসন্ন রাখা হয়েছে।

one pherma

সুজান খান তার ইনস্টাগ্রামে ওই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হয়। এভাবে একটি বন্যপ্রাণীকে জন্মদিনের পার্টিতে বেঁধে রাখায় সমালোচনা করেছেন অনেকে। পরে তোপের মুখে তিনি।

ইই/ সোশ্যাল/ ২৯ জুন, ২০২১

Contact Us