বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের কিশোরী (ভিডিও)

ম্যাকি কারিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করেন। সম্প্রতি বিশ্বের দীর্ঘতম পা থাকার জন্যে গিনেস বুকে বিশ্ব রেকর্ডে নাম উঠে এসেছে এই কিশোরীর। ১৭ বছরের ম্যাকির মোট উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি। মোট উচ্চতার ৬০ শতাংশই পায়ের উচ্চতা। তার বাম-পায়ের উচ্চতা ৫৩.২৫৫ ইঞ্চি ও ডান-পায়ের উচ্চতা ৫২.৮৭৪ ইঞ্চি। অর্থাৎ দু’টি পায়ের উচ্চতায় চার ফুটের বেশি।

Islami Bank

চার ফুটের বেশি লম্বা পা নিয়ে দু’টি বিশ্ব রেকর্ড করেছে ক্যানি। প্রথমটি দীর্ঘতম পা-যুক্ত নারী ও দীর্ঘতম পা থাকা কিশোর/কিশোরী। এতদিন এই রেকর্ড ছিল রাশিয়ার একাটারিনা লিসিনার দখলে।

গিনেস বিশ্ব রেকর্ডে নাম লিখিয়ে খুশি ক্যানি। তবে লম্বা পা থাকার সুবিধা ও অসুবিধা দু’টোই রয়েছে বলে মনে করে সে। ২০১৮ সালে সে প্রথম বুঝতে পারে তার পা অন্যান্য সবার তুলনায় অনেকটাই বড়। তার পরই গিনেস বিশ্ব রেকর্ডে আবেদনের কথা ভাবেন।

one pherma

এরইমধ্যেই টিকটকে বেশ জনপ্রিয় ম্যাকি। ভবিষ্যতে মডেলিং করতে চান তিনি। বিশ্বের দীর্ঘতম মডেল হওয়ার রেকর্ডও নিজের দখলে রাখতে চান তিনি।

ইবাংলা / নাঈম/ ৭ ডিসেম্বর, ২০২১

Contact Us