বিনাপ্রতিদ্বন্দীতায় বিজয়ী রবিন

সাইদুর রহমান তসলিম, মনোহরদী প্রতিনিধি

আসন্ন ইউপি নির্বাচনে মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আবুল বরকত রবিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কর্তৃক এখানে এ ঘোষণা দেয়া হয়েছে।

Islami Bank

আগামী ২৬ ডিসেম্বর মনোহরদীর গোতাশিয়া ইউপিসহ ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। এর মধ্যে গোতাশিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান দুলালের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়। কতিপয় অনিয়মের অভিযোগে মনোনয়নপত্র বাছাইপর্বে এটি বাতিল হয়। পরবর্তীতে আপিল শুনানীতেও বাতিল ঘোষণা বহাল থাকে। গতকাল প্রত্যাহারের শেষ দিনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী ডাঃ শাহাব উদ্দীন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে গোতাশিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল বরকত রবিনের প্রার্থীতাই একমাত্র বহাল থাকে। এ পরিস্থিতিতে আজ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজমূল আনোয়ার স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত রবিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন।

one pherma

ইবাংলা / এইচ/ ৭ ডিসেম্বর, ২০২১

Contact Us