কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি ছিলেন। তার নাম সাগর (২৯)। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার বাগদিয়া গ্রামের শফি উল্যার ছেলে।

Islami Bank

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হাজতিদের তালামুক্ত করে দেওয়ার পর হাজতি সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এবং বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষের লোকজন প্রথমে তাকে উদ্ধার করে কারা কর্তৃপক্ষের হাসপাতালে চিকিৎসা প্রদান করেন।

one pherma

এরপর দ্রুত কারারক্ষীদের মাধ্যমে তাকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আরও বলেন, ময়নাতদন্ত শেষে সাগরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে। তার পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

ইবাংলা / টিআর/৮ ডিসেম্বর ২০২১

Contact Us