হেলিকপ্টার বিধ্বস্তে সেনা সর্বাধিনায়ক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

চলে গেলেন ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত। বুধবার (৮ ডিসেম্বর) ভারতের তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত হন।

Islami Bank

ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) ও সাবেক সেনাপ্রধান জেনারেলসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। খবর ইন্ডিয়া টুডে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের খবর জানিয়েছে। হেলিকপ্টারের আরোহী সামরিক কর্মকর্তারা হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

one pherma

অপরদিকে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তামিলনাড়ুর নীলগীরি এলাকায় সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। যদিও আনন্দবাজার পত্রিকা হেলিকপ্টারে ৯ জন আরোহীর একটি তালিকা প্রকাশ করেছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত দুইজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

ইবাংলা /টিআর /৮ ডিসেম্বর ২০২১

Contact Us