সিংগাইরে ২ বাড়িতে সিঁধ কেটে চুরি

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে এক রাতে ২ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মালামাল চুরি যাওয়ায় সর্বশান্ত হয়েছেন এক পরিবারের ষাটোর্ধ রেহেনা নামের এক বিধবা।

Islami Bank

মঙ্গলবার (৭ ডিসেম্বর) চাপরাইল খানপাড়া গ্রামের মৃত খোকা মিয়ার স্ত্রী রেহেনা এবং ওই গ্রামে পূর্বপাড়া ব্রীজ সংলগ্ন শামসুল হকের বাড়ীতে গভীর রাতে বৃষ্টির সময় সংঘবদ্ধ চোরেরা সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল’সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

ভুক্তভোগী মৃত খোকা মিয়ার স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, বৃষ্টির রাতে আমার পরিবারের সবাই ঘুমিয়েছি। এসময় চোরেরা সিঁধ কেটে ঘরে ঢুকে ২টি মোবাইল সেট, আট আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়। আমি উপার্জনহীন হওয়ায় ছেলের বউ, আত্মাীয়স্বজন ও স্থানীয় মানুষের কাছ থেকে
সাহায্যে চেয়ে কোনো রকমে দিন পার করছি। ফোন দুটি চুরি যাওয়ায় কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও তিনি জানান।

one pherma

এদিকে, চুরি হওয়া বাড়ির আরেক গৃহকর্তা শামসুল হক জানান, আমি মাছ ধরে জীবিকা নির্বাহ করি। প্রবাসী মেয়ে বিদেশ থেকে ১টি মোবাইল ও ১ ভরি ওজনের স্বর্ণের চেইন দিয়েছিলো। চোরের দল ফাঁকা বাড়ি পেয়ে সিঁধ কেটে নগদ ১২ হাজার টাকাসহ সব নিয়ে আমার সর্বনাশ করে দিয়েছে। তিনি দ্রুত চোরচক্রকে বের
করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ ব্যাপারে সিংগাইর থানার অন্তর্গত বাঘুলি-শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জাকির হোসাইন বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। তার পরেও দ্রুত খোঁজ-খবর নিয়ে দেখছি।

ইবাংলা / এইচ /৮ ডিসেম্বর, ২০২১

Contact Us