ছাগল খেতে খাঁচায় ঢুকে বন্দি হলো বাঘ!

ছাগলের টোপ দিয়ে বসানো হয় খাঁচা। সেই ছাগল খেতে খাঁচায় ঢুকে বন্দি হলো বাঘ! ভারতে পশ্চিমবঙ্গের কুলতলির মৈপীঠের লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘ এভাবে খাঁচায় আটক হয়েছে।

Islami Bank

আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়, দক্ষিণ ২৪ পরগনার বনদপ্তর জানিয়েছে, ঝড়খালিতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছাড়া হতে পারে।

one pherma

মঙ্গলবার সকালে সুন্দরবন থেকে ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের চারশ বিঘের চর এলাকার একটি ধান ক্ষেতে বাঘটি ঢুকে পড়েছিল। এরপর গ্রামবাসীর সহায়তায় ক্ষেতটি জাল দিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা। একটি মুখ খুলে রেখে সেখানে ছাগলের টোপ দিয়ে বসানো হয় খাঁচা। সেই ছাগল খেতে খাঁচায় ঢুকে বন্দি হয় বাঘটি বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বন কর্মকর্তা মিলন মণ্ডল।

ইবাংলা / নাঈম/ ৯ ডিসেম্বর, ২০২১

Contact Us