জেনে নিন মস্তিষ্কে টিউমারের লক্ষণ

ইবাংলা ডেস্ক

মস্তিষ্কের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি হলো টিউমার। মস্তিষ্কে অস্বাভাবিকভাবে কোষের ভর বা বৃদ্ধি বেড়ে গেলে তা টিউমারে পরিণত হতে পারে।বিভিন্ন ধরনের ব্রেন টিউমার বা মস্তিষ্কে টিউমার রয়েছে। এগুলোর মধ্যে কিছু ক্যান্সারযুক্ত টিউমারও হতে পারে। ব্রেন টিউমার প্রথমেই মস্তিষ্কে শুরু হতে পারে। আবার শরীরে অন্যান্য অংশে ক্যান্সার শুরু হয়ে তার প্রভাবেও মস্তিষ্কে টিউমার হতে পারে।

Islami Bank

মস্তিষ্কে টিউমার হলে তা অনেক দ্রুত বৃদ্ধি পেতে পারে। আর এটি হলে তা স্নায়ুতন্ত্রের কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে। মস্তিষ্কের টিউমারের লক্ষণ ও উপসর্গগুলো ব্যাপকভাবে পরিবর্তিত হয়। আর এসব পরিবর্তন মস্তিষ্কের টিউমারের আকার, অবস্থান এবং বৃদ্ধির হারের ওপর নির্ভর করে। জানুন মস্তিষ্কে টিউমার হলে তা বোঝার সাধারণ কিছু লক্ষণ—

১. ব্রেন টিউমারের কারণে মাথাব্যথা বা মাথাব্যথার নতুন ধরন অথবা ধরনে পরিবর্তন দেখা দিতে পারে। এ ছাড়া মাথাব্যথার পরিমাণ দিনে দিনে আরও গুরুতর হয়ে উঠতে পারে।

২. কোনো কারণ ছাড়াই বমি বমি ভাব বা বমি হতে পারে।

৩. ব্রেন টিউমারের কারণে দৃষ্টি সমস্যা যেমন— চোখে ঝাপসা দেখা বা এক জিনিস দুবার দেখার মতো সমস্যা দেখা দিতে পারে।

৪. কোনো একটি পায়ে বা বাহুতে সংবেদন বা নড়াচড়া করার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে।

৫. কথা বলার সময় সমস্যা দেখা দিতে পারে।

one pherma

৬. খুব বেশি ক্লান্ত ভাব দেখা দিতে পারে।

৭. সিদ্ধান্ত নিতে অসুবিধা দেখা দিতে পারে।

৮. মস্তিষ্কে টিউমারের কারণে ব্যক্তিত্ব বা আচরণেও পরিবর্তন হতে পারে।

৯. অনেকের ক্ষেত্রে মস্তিষ্কে টিউমারের ফলে খিঁচুনি হতে পারে। তবে এমন ঘটনার ইতিহাস অনেকটাই বিরল।

১০. ব্রেন টিউমারের কারণে শ্রবণ সমস্যাও দেখা দেয়।

এ ধরণের সমস্যাগুলো আপনার দেখা দিলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর এ বিষয়টি নিয়ে মোটেই অবহেলা করা ঠিক হবে না। কারণ এটির কারণে ক্যান্সার ও মৃত্যু পর্যন্ত হতে পারে। তথ্যসূত্র: মায়োক্লিনিক ডট ওআরজি

ইবাংলা / নাঈম/ ৯ ডিসেম্বর, ২০২১

Contact Us