বালিশ নিয়েই ​ঢাকা ছাড়লেন পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ করেই বাংলাদেশে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেই সময় বিমানবন্দরে পাকিস্তান দলের খেলোয়ারদের মধ্যে আলাদা করে সকলের নজর কাড়েন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। হাতে বালিশ নিয়েই বের হতে দেখা যায় তাকে। পরে জানা যায়, বিদেশ সফরে সব সময়ই নিজের সাথে এই বালিশ বহন করেন রিজওয়ান।

Islami Bank

নিজ দেশ থেকে দুবাই এবং দুবাই থেকে বাংলাদেশে নিজের প্রিয় বালিশ নিয়ে সফর করার পর এবার সেই বালিশ নিয়েই বাংলাদেশে ছেড়েছেন রিজওয়ান। টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান দল। সেখান থেকে তারা দেশে ফিরবে। বিমানবন্দরে পাকিস্তানি ক্রিকেটারদের বহরে দেখা যায়, বালিশ বুকে জড়িয়ে ধরেই প্লেনের দিকে যাচ্ছেন রিজওয়ান।

one pherma

উল্লেখ্য, মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে এলো বাংলাদেশে।
পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ। প্রিয় বালিশ বুকে জড়িয়েই রিজওয়ান এবার দেশে ফেরার বিমানে উঠলেন।

ইবাংলা / নাঈম/ ০৯ ডিসেম্বর, ২০২১

Contact Us