‘দশ বছর আগে প্রেম করে ধরা খেয়েছি’

বিনোদন ডেস্ক

তনুশ্রী চক্রবর্তী ৩৭ বছরে এসেও অবিবাহিত এই টলিউড অভিনেত্রী। যিনি একাধিক প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে অনেকবার খবরের শিরোনামে হয়েছেন। এই অভিনেত্রীর ভাষ্য, ‘দশ বছর আগে প্রেম করে ধরা খেয়েছি।’

Islami Bank

তিনি অকপটে স্বীকার করলেন, ‘একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল।’ যদিও তার নাম, পরিচয় প্রকাশ করেননি তনুশ্রী। এমনকি দশ বছর আগে সেই সম্পর্কে জড়িয়ে মাশুল গুনছেন তিনি।

বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি কবে বিয়ে করব। তবে বিয়ে করব। সেটা সময় বলে দেবে।’ তবে এক্ষেত্রে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন অভিনেত্রী। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে একদম মুখ খুলেননি।

one pherma

প্রসঙ্গত, ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ইবাংলা /টিআর /১১ ডিসেম্বর ২০২১

Contact Us