ওমিক্রন: মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

ইবাংলা ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে। ভারতেও বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৩২ জনের দেহে করোনাভাইরাসের নতুন এই ধরণ শনাক্ত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়ে মুম্বইয়ে। সংক্রমণ রোধে রাজ্য দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Islami Bank

শনিবার (১১ ডিসেম্বর) ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ। আজ ১১ ডিসেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৪৮ ঘণ্টার জন্য। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

one pherma

উল্লেখ্য, শুক্রবার (১০ ডিসেম্বর) সাড়ে তিন বছরের এক শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের মধ্যে তিন জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বাই ফিরেছেন।

ইবাংলা / নাঈম/ ১১ ডিসেম্বর, ২০২১

Contact Us