শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিবেদক, রংপুর

রংপুরে তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া উপজেলায় শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Islami Bank

শনিবার (১১ ডিসেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণকালে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী, গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার, গঙ্গাচড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া।

এসময় বৃদ্ধ আজিজুল মিয়া বলেন, ‘এই শীতে কম্বল পায়া খুব উপকার হইল বাহে। যারা কম্বল দিয়া উপকার করিল আল্লাহ যেন তাদের ভাল রাখেন।’

one pherma

হারাগাছে কম্বল পেয়ে ৬০ বছরের বিধবা সামিনা খাতুন বলেন, ‘মোর স্বামী নাই- কোন ছাওয়া (ছেলে) নাই। তোমরা বাহে ছাওয়ার কাম করলেন। মুই দোয়া করি যারা মোক কম্বল দিচে আল্লাহ যেন ওমার ভাল করেন।

এদিন বিকেলে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী মো. মোনায়েম হোসেন ফারুক, আবদুল হালিম সুরুজ, সাহাদাত হোসেন সাজ্জাদ, মো. মমিনুর রহমান মাস্টার, এনামুল হক, রেজানুল হক ও মো. আরিফ।

ইবাংলা /টিআর /১১ ডিসেম্বর ২০২১

Contact Us