আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা 

কুমিল্লার সদর দক্ষিণে বসতঘরে আগুনে পুড়ে আজমীর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Islami Bank

মৃত শিশুর নাম আজমীর কাঠমিস্ত্রি আবু তাহেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।

শিশু আজমীরের চাচা আবু কালাম জানান, বিকেলে আমরা সবাই বাইরে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে আবু তাহেরের ঘরে আগুন লাগে। নিমেষেই ঘরটি পুড়ে যায়। তারপর থেকে শিশু আজমীর নিখোঁজ হয়। পরে ঘরে খুঁজে দেখি চালের ড্রামের সাথে পুড়ে ছাই হয়ে আছে সে।

one pherma

তিনি আরও বলেন, আজমীর বাইরে খেলা করছিল। আমরা সবাই বাইরেই ছিলাম। আজমীর কখন ঘরে ঢুকেছে আমরা টের পাইনি।

সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, শিশুটি পুড়ে মারা গেল। খুবই দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১

Contact Us