কানাডা-দুবাইয়ে প্রত্যাখিত হয়ে ফিরলেন ঢাকায়!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডায় গিয়ে ঠাঁই হলো না তার।  পরে দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হন বিতর্কিত ও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। উপায়ন্তর না পেয়ে অবশেষে দেশে ফিরলেন তিনি। রোববার (১২ ডিসেম্বর) বিকাল ৫টা ০৪ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

Islami Bank

এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। তার দেশে ফেরার খবরে রোববার (১২ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

one pherma

শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সে দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।

ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১

Contact Us