বিমান চালিয়ে ৫২টি দেশ ঘুরেছে জারা

আন্তর্জাতিক ডেস্ক

সবচেয়ে কম বয়সী নারী হিসেবে নিজে বিমান চালিয়ে বিশ্ব ভ্রমণের রেকর্ড গড়লেন জারা রাদারফোর্ড। ভবিষ্যতে নভোচারী হওয়ার স্বপ্ন দেখা স্কুল পড়ুয়া জারা নিজের ছোট্ট বিমানে করেই বেরিয়ে যায় বিশ্ব ভ্রমণে। ৫২টি দেশ ভ্রমণে বিমানে পাড়ি দিয়েছে ৫১ হাজার কিলোমিটার পথ। ১৯ বছর বয়সী ব্রিটিশ-বেলজিয়ান্ এই তরুণী এরই মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, কলম্বিয়াসহ ৫২টি দেশ ঘুরেছে একাই । 

Islami Bank

কয়েক মাসের সফরে ব্রিটিশ-বেলজিয়ান এই তরুণী ঘুরে ফেলেছেন ৫টি মহাদেশের অর্ধশতাধিক দেশ। শুধু রেকর্ড গড়াই নয়, শৈশবের স্বপ্ন পূরণে তার এই রোমাঞ্চকর যাত্রা। তবে দীর্ঘ এই পথ চলাটা মোটেও সহজ ছিল না। বিশ্বভ্রমণে বেড়িয়ে তাকে পড়তে হয়েছে নানা প্রতিবন্ধকতার মুখে। ভিসা জটিলতায় ঢুকতে পারেননি অনেক দেশেই।

জারা রাদারফোর্ড জানান, সত্যিই চ্যালেঞ্জিং ছিল তার এই ভ্রমণ। ভিসা জটিলতার কারণে রাশিয়াসহ অনেক দেশই ঢুকতে দেয়নি তাকে। আবার আবহাওয়া খারাপ থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেননি অনেক দেশে। জারা বলেন, আশা করছি ক্রিসমাসের আগেই আমার ভ্রমণ শেষ হবে।

one pherma

শুধু আকাশ পথেই নয়, ভ্রমণ ক্ষুধা মেটাতে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন শহরের ইতিহাস ঐতিহ্যের পেছনে। নারী হিসেবে তার এই অর্জন সারা ফেলেছে গোটা বিশ্বে। জারা বলেন, আমি শূন্য থেকে সব কিছুই দেখতে পাই। এর অনুভূতি বলে বোঝানো যাবে না। তবে মন চাইলেই কোনো শহরে নেমে পড়ি। সেখানকার যাদুঘর ঘুরে দেখি, রেস্তোরাঁয় খাবার খাই। এভাবে আরও কিছুদিন চলতে চান বলেও জানান তিনি।

ইবাংলা / টিপি/ ১৩ ডিসেম্বর, ২০২১

Contact Us