আ. লীগের ১১ বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর ধামইরহাট উপজেলায় আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১ জন নেতাকর্মী বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁদের অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১১ নেতাকর্মীকে তাঁদের দলীয় পদ ও সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া নেতা-কর্মীদের কাছে এ–সংক্রান্ত চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানায়, চতুর্থ ধাপে উপজেলার আটটি ইউনিয়নের সব কটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে। এসব ইউপিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (৮ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী, বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে বহিষ্কার ও সংগঠনের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সুপারিশের চিঠি জেলা কমিটি ও বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়। জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি দেওয়া ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহীর সদস্য ওসমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহদপ্তর সম্পাদক মাসুদুর রহমান, আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ মীর, ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস,

খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, আলমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু মুসা মো. বেলাল হোসেন, উমার ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান,

ধামইরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এ টি এম বদিউল আলম, আড়ানগর আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ও উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার।

ইবাংলা /টিআর /১৩ ডিসেম্বর

Contact Us